বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন ডেস্ক।। বরিশালে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এ দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চত করা হয়েছে।
সূত্র জানায়, নতুন দুজন করোনা আক্রান্তের মধ্যে একজন উজিরপুর উপজেলার বাসিন্দা। তার বয়স ৪৮। অন্যজন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা এক নারী (৬০)। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জনে।
বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, আক্রান্ত দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের অবস্থান ও কোন কোন স্থানে যাতায়াত করেছেন তা চিহ্নিত করার কাজ চলছে।