বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার এক ঘন্টার মাথায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার রাতে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত্যু হওয়া ৫১ বছর বয়সি ওই ব্যক্তির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর গ্রামে। হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।
করোনা ওয়ার্ড সূত্র জানিয়েছে, ‘জ্বর এবং পেটে ব্যাথা নিয়ে রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। এর এক ঘন্টার মাথায় রাত ১০টার দিকে মৃত্যু হয় তার।