বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় যে যার অবস্থান থেকে এগিয়ে আসছে প্রতিদিন। শিল্পটপতি বা ব্যবসায়ীই শুধু নয়, একাধিক সংগঠনও কর্মহীন দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাদ যায়নি স্কুল শিক্ষাথীরাও। এবার দুই ভাইবোন তাদের জমানো টিফিনের টাকা ত্রান তহবিরল দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ ৭ মে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর ১০ শ্রেণীর শিক্ষার্থী অরুন্ধতী সাহা বাঁশরী এবং দিবাকর সাহা ৫ম শ্রেনীর শিক্ষার্থী তারা দুজনের স্কুলের টিফিনের জমানো মাটির ব্যাংকের ২৯২৮ টাকা জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর হাতে তুলে দেন করোনা কাজে ব্যবহারের জন্য। এসময় উপস্থিত ছিলেন তাদের মা শিখা রানী সাহা (প্রভাষক, রসায়ন) বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। তারা বরিশাল সিটি কর্পোরেশন এর ১৭ নম্বর ওয়ার্ড অনামি লেন এলাকায় বসবাস করেন। তাদের বাবা গোপাল চন্দ্র সাহা তিনি একজন ব্যবসায়ী। তারা দুই ভাই বোন পড়াশোনায় ভালো শিক্ষার পাশাপাশি রয়েছে তাদের সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ তার একাধিকবার বরিশালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হবার গৌরব অর্জন করেন। তাদের এই টিফিনের জমানো টাকা জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা তহবিলের ২০০০০৩৪৬৪ হিসাব নং সোনালী ব্যাংক লিমিটেডে জমা দেওয়া হবে এবং তা করোনা কাজে ব্যবহার করা হবে। এসময় জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশালে ছোট্ট শিশু শিক্ষার্থী যে মানবিকতা দেখাচ্ছে তা অনেকের জন্য অনুকরণীয়। এভাবে সবাই এগিয়ে আসলে প্রাণঘাতী করোনা মোকাবিলায় আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।