প্রবাসী নারীকর্মীদের এক শতাংশেরও কম নির্যাতনের শিকার - The Barisal

প্রবাসী নারীকর্মীদের এক শতাংশেরও কম নির্যাতনের শিকার

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ০৫:০২
  • 1032 বার পঠিত
প্রবাসী নারীকর্মীদের এক শতাংশেরও কম নির্যাতনের শিকার
সংবাদটি শেয়ার করুন....

৬ লাখের বেশি নারী কর্মী বিদেশে কর্মরত থাকলেও তাদের মধ্যে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নারীকর্মীদের মধ্যে নির্যাতনের শিকার ১ শতাংশেরও কম বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসে কর্মরত এসব নারীদের মধ্যে গৃহকর্মীরাই বেশি নির্যাতনের শিকার বলে জানায় মন্ত্রণালয়। তবে সংখ্যায় সংখ্যায় যেটাই হোক নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে নিয়ে আলোচনা হয়েছে। কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সদস্য নুরুল ইসলাম নাহিদ, নাইম রাজ্জাক ও নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।

বৈঠকের বিষয়ে কমিটির সভাপতি ফারুক খান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের নির্যাতনের বিষয়ে আলোচনা করেছি। মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে ৬ লাখের বেশি নারী কর্মী বিদেশে আছেন। এরমধ্যে নির্যাতনের হার এক শতাংশেরও কম। তবে আমরা বলেছি সংখ্যায় যেটাই হোক নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কোনো নারী নির্যাতনের শিকার হলে পররাষ্ট্র বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বাদী হয়ে মামলা করতে হবে। নির্যাতনকারীদের ওপর চাপ অব্যাহত রাখতে হবে।

মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে সভাপতি জানান, অনেক নারীকর্মী বিদেশে ভালো আছেন। তারা নিজেরা দেশে ফিরে আসার পর আবারও যাচ্ছেন। তাদের আত্মীয় স্বজনদেরও নিয়ে যাচ্ছেন।

বৈঠকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- তুলনামুলকভাবে পুরুষ কর্মীদের থেকে নারীকর্মীরা বেশি রেমিট্যান্স পাঠায়। পুরুষরা তাদের আয়ের ৬০ শতাংশ রেমিটেন্স পাঠায় সেখানে নারীরা পাঠান ৯০ শতাংশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট