ভোলার মনপুরায় সড়‌কের ইট যা‌চ্ছে স্বেচ্ছ‌সেবক লী‌গের নেতার বা‌ড়ি - The Barisal

ভোলার মনপুরায় সড়‌কের ইট যা‌চ্ছে স্বেচ্ছ‌সেবক লী‌গের নেতার বা‌ড়ি

  • আপডেট টাইম : মে ০৭ ২০২০, ২২:৩৪
  • 887 বার পঠিত
সংবাদটি শেয়ার করুন....

ভোলা প্রতিনিধি ।।
‌ভোলার মনপুরা উপ‌জেলার হা‌জিরহাট ইউ‌নিয়‌নের সোনার চর এলাকার প্র‌জেক্টের সড়‌কের গাইট ওয়াল বা এ‌জিং‌য়ের ইট উ‌ঠি‌য়ে বা‌ড়ি নি‌য়ে যা‌চ্ছেন ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে ওই ইউ‌নিয়‌নের স্বেচ্ছ‌সেবক লী‌গ নেতার বিরু‌দ্ধে।

স্থানীয় কা‌দের, আব্দুল্লাহসহ একা‌ধিক ব্য‌ক্তিরা জানান, গত ৫/৬ বছর আ‌গে হা‌জিরহাট ইউ‌নিয়‌নের চুযা মা‌র্কেট থে‌কে বাচ্চু চৌধুরীর প্র‌জেক্ট পর্যন্ত প্রায় আড়াই কি‌লো‌মিটার সড়‌কের কাজ হয়। গত ২ বছর আ‌গে ওই সড়‌টি আবার পূনর্রায় সংস্কার হয়। সড়ক টি হওয়ায় ওই এলাকার ক‌য়েক হাজার মানু‌ষের জীবন যাত্রী অ‌নেক সহজ হয়। প্র‌তি‌দিনই হাজার হাজার লোকজন এ সড়ক দি‌য়ে যাতায়াত ক‌রে আস‌ছে। কিন্তু গত ৪/৫ দিন আ‌গে ওই স্বেচ্ছা‌সেবক লী‌গের নেতা প্রভাব খা‌টি‌য়ে রাস্তার গাইট ওয়াল থে‌কে ইট উ‌ঠি‌য়ে নি‌জের বা‌ড়িতে কাজ করছে।

তারা আ‌রো জানান, ইট উ‌ঠি‌য়ে নেওয়া সড়ক‌টি বর্ষা মৌসু‌মে চরম হুমকীর মূ‌খে পড়বে। ত‌বে এলাকাবাসী তা‌কে বাঁধা দি‌তে গে‌লে সে বাঁধা উ‌পেক্ষা ক‌রে গত দুই দিন আ‌গেও লোক নি‌য়ে ইট উ‌ঠি‌য়ে ২ গাড়ী নি‌য়ে যায়। এ ব্যাপা‌রে ওই নেতার সা‌থে যোগা‌যোগ করার চেস্টা করলে তা‌কে পাওয়া যায়‌নি।

মনপুরা উপ‌জেলার নির্বাহী অ‌ফিসার বিপুল চন্দ্র দাস জানান, আ‌মি বিষয়‌টি শু‌নে সা‌থে সা‌থে এল‌জিইডি‌কে দ্রুত ব্যবস্থা নেওয়া জন্য নি‌র্দেশ দি‌য়ে‌ছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট