বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জেলার বানারীপাড়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। একজন বরিশাল শেবাচিম হাসপাতালে অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতরা হচ্ছে আনোয়ার হোসেন (৫০)ও সিদ্দিকুর রহমান (৪৮)। এদের দুজনের বাড়িই উপজেলার বাইশারী ইউনিয়নে।সংক্ষিপ্ত আকারে জানাজা শেষে এদের বানারীপাড়ায় দাফন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী গ্রামের মুদি দোকানি আনোয়ার হোসেন শ্বাস কষ্ট নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়ার মাত্র ২০ মিনিট পরে মারা যান। বিকালে তাকে নিজ বাড়িতে সংক্ষিপ্ত জানাজা শেষে দাফন করা হয়। অপরদিকে উত্তর নাজিরপুর গ্রামের মিদ্দিকুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধিন থাকা অবস্থায় বুধবার দুপুরে মারা যান।বৃহস্পতিবার ভোর ৫টায় বানারীপাড়ায় নিয়ে আসার পরে সংক্ষিপ্ত জানাজা শেষে উত্তর নাজিরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।