বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
Exif_JPEG_420
কুয়াকাটা প্রতিনিধি ॥ কুয়াকাটার ধুলাসারে মসজিদের ইমাম মোয়াজ্জিনের বেতন পরিশোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ধুলাসার ইউনিয়নের বেতকাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় ইমাম মোয়াজ্জিনের বেতন নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় আসরের নামাজ শেষে মসজিদে সালিশ বৈঠকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন কম-বেশি আহত হন।
গুরুতর আহত অবস্থায় গোলাম রাব্বি, শুভ, আবুল হাওলাদার, বেল্লাল হাওলাদার, জাকারিয়া, সাগর, সত্তার হাওলাদার, সাইফুল ইসলাম, আক্তার হোসেন, আকাশ ও জাকির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এদের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জে. এইচ. খান লেলীন বলেন, আহতদের সবাইকে ভর্তি করা হয়েছে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।