বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর শহরের লঞ্চঘাট মাছপট্টি এলাকায় করোনা উপসর্গ নিয়ে চা দোকানী বারেক গাজীর মৃত্যুতে ওই এলাকা লকডাউনে শতাধিক পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটছিল, তাদের খোঁজ কেউ নিচ্ছিল না, তখনই মানবতার মানসিকতা নিয়ে এগিয়ে এলেন কাঠপট্টি নিবাসী সাবেক ছাত্রলীগের নেতা র্ব্তমান জেলা যুবলীগের নেতা বিশিস্ট ব্যাবসায়ী মোঃ আল আমিন সিকদার।
গতকাল ৯ মে শুক্রবার রাত ১১টায় জীবনের ঝ্ুঁকি নিয়ে করোনা উপসর্গে মৃত্যুবরনকারী চা দোকানী বারেক গাজীর ঘরসহ লকডাউনে থাকা অসহায় দুঃস্থ শতাধিক পরিবারের ঘরে ত্রান ও ইফতার সামগ্রী নিজ হাতে দিলেন যুবলীগ নেতাা বিশিস্ট ব্যাবসায়ী আলআমিন সিকদার। দুঃসময় ত্রান ও ইফতার সামগ্রী পেয়ে দারুনভাবে খুশী হয়েছেন লকডাউনে থাকা দরিদ্র পরিবারের সদস্যরা। ত্রান হাতে পেয়ে অনেক মহিলাকে আল আমিনকে দোয়া করতে দেখা গেছে।
আল আমিন জানান, গত এক সপ্তাহ ধরে নিজের অর্থায়নে চাল, আটা, আলু, ডাল, পেয়াজ, তেল, লবন, চিনি, চিড়াসহ বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে প্যাকেটজাত করে ভ্যানগাড়ীতে নিয়ে রাতের আধাঁরে ঘরে ঘরে গিয়ে এ পর্যন্তÍ ৪’শ ৫০ অধিক অসহায় দুঃস্থ পরিবারের ঘরে ইফতারসহ ত্রান সামগ্রী পৌছে দেন আল আমিন সিকদার। করোনায় অসহায় মানুষের জন্য এ সাহায্য অব্যাহত থাকবে বলৈও জানান আল আমিন সিকদার। #