বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নগরী বটতলায় বিশিষ্ট শিল্পপতি নিজামউদ্দিনের বাসার পরিচারিকা (কাজের মেয়ে)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তার নাম লাকি বেগম(১৮)। তার বাড়ি ভোলা চরফ্যাশনের চরকচ্ছপিয়ায়। পিতার নাম সিরাজ মোল্লা। জানা যায়, লাকি দিনে শিল্পপতির বাসায় কাজ করত। রাতে তার চাচির ঘরে ঘুমাত। আজ শনিবার বেলা ১১ টায় চাচির ঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।এরপর শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।অভিযোগ উঠেছে লাকির মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই নিয়ে আসার চেষ্টা করা হয়েছিলভ তবে পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যায়। এবং লাশ ময়না তদন্তের ব্যবস্থা করে। ব্যাপারে কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।