বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শেষ পর্যন্ত আজ থেকে ব্যবসা প্রতিষ্ঠান/ মার্কেট খোলার সিদ্ধান্ত বাতিল হল। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার সাথে ব্যবসায়ী সমিতির বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে। বৈঠক শেষে রাত ১২টার পর চকবাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক শেখ আব্দুর রহিম এই ঘোষনা দেন।
এসময় তিনি বলেন, জীবন ও জীবিকার মধ্যে জীবনকে প্রাধান্য দিয়ে ঈদ উপলক্ষে দোকানপাট দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাতেই উল্লেখ করা হয়েছিল মেয়র সাদিক আব্দুল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করছে সব কিছু। চকবাজার সমিতি তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিলেও অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান মালিক সমিতি কোন সিদ্ধান্তে আসতে পারছিল না। । এফবিসিসিআইর সভাপতি সাইদুর রহমান রিন্টুও জানিয়েছিলেন, মেয়রের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। শেষ পর্যন্ত মেয়রের অনুরোধেই সব পক্ষ রাজি হন প্রতিষ্ঠান বন্ধ রাখার।
মধ্য রাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে নগীরর কালিবাড়ি রোডস্থ বাসভবনে বৈঠকে বসেন মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় মেয়র করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে জনস্বার্থে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান। মেয়রের এই আহ্বানে সাড়া দিয়ে তারা ঐক্যমত প্রকাশ করেন।
এসময় মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, মূলত করোনা সংক্রমন থেকে নগরবাসী ও বরিশালবাসীকে রক্ষার জন্য ব্যবসায়ীদের এই অনুরোধ জানান। অনুরোধ রক্ষা করায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তিনি।