বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শাকিল মাহমুদ বাচ্চু উজিরপুর।। বরিশাল জেলার উজিরপুরের প্রবীন রাজনৈতিক নেতা,উপজেলা আ.লীগের দু:সমায়ের কান্ডারী সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক আজাদ আর নেই। ১০ মে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।মূত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। খালেক আজাদ বেশ কয়েক মাস ধরে নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। উজিরপুরের রাজনৈতিক অঙ্গনের এক সাহসী যোদ্বা খালেক
আজাদের মূত্যুর সংবাদে শেকের ছায়া নেমে আসে উজিরপুর উপজেলা জুড়ে।
আ.লীগের দু:সমায়ে দীর্ঘ দিন উপজেলা আ.লীগের সভাপতির দায়িত্ব পালন করে দলকে সংগঠিত করেন খালেক আজাদ। দলের সর্বস্থারের নেতাকর্মীদের প্রিয় ব্যাক্তির অসমায়ে চলে যাওয়াকে দলের জন্য অপূরনীয় ক্ষতি বলে উল্লেখ করেন আ.লীগের তৃনমূল নেতাকর্মীরা। সাতলা ইউনিয়ন পরিষদের একধিক ৩ বার নির্বাচিত চেয়ারম্যান খালেক আজাদ’র মূত্যুতে শোক প্রকাশ
করেছেন জেলা আ.লীগের সভাপতি আবুল হাসানত আবদুলালাহ এম পি ,সাধারন সম্পাদক এড্য. তালুকদার মোঃ ইউনুস। উজিরপুর উপজেলা আ.লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক মেয়র গিয়াস উদ্দিন বেপারী। উজিরপুর উপজেলা চেয়ারম্যান আ:মজিদ সিকদার বাচ্চু, শোলক ইউপি চেয়ারম্যান কাজী হুমায়ন কবির. বরাকোঠা ইউপি চেয়ারম্যান এড্য, শহিদুল ইসলাম মৃধা,সহ উপজেলা আ.লীগের সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা।