বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের
হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো.আবু ইউসুফ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে দুই শতাধিক হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী
বিতরন করেছেন।
শনিবার দুপুরে তার নিজ বাড়ি উপজেলার মিঠাগঞ্জ
ইউনিয়নের আলীগঞ্জ গ্রামের করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি এ সহায়তা প্রদান করেন। নিজ উপার্জিত বেতনের টাকা দিয়ে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি
ডাল, ১ লিটার তৈল ও ১ টি করে সাবান প্রত্যেকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এর আগে কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় ৫০ জন হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন তিনি।
এ সময় এই কলেজ শিক্ষক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। কারন এ সরকারেরর আমলে আমার চাকরি হয়েছে। তাই নিজ উপার্জিত বেতনের টাকা দিয়ে এ খাদ্য সামগ্রী কিনে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছি। তাই সকল
বৃত্তবানদের কাছে আহব্বান তারা যেন কর্মহীন মানুষের পাশে দাঁড়ায়। কারন মানুষ না বাঁচলে দেশ বাঁচবেনা। দেশ না বাচঁলে, শেখ হাসিনার যুদ্ধে জয়ী হতে পারবোনা।