বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে খেলা এক আফগান ক্রিকেটারকে ৬ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩০ বছর বয়সী ঐ ক্রিকেটার আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান শফিউকউল্লাহ শফিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) তিনি ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন।
শফিকুল্লাহ’র বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, স্পট ফিক্সিংয়ের জন্য ঘুষ গ্রহণ কিংবা ঘুষ নিতে চাওয়া, তদন্ত কাজে বাধা দেয়াসহ আরো কয়েকটি অভিযোগ। এসিবির দুর্নীতি দমন ইউনিটের সিনিয়র কর্মকর্তা সাঈদ আনোয়ার শাহ কোরায়েশী বলেন, ‘এসিবির দুর্নীতি দমন ইউনিট ধারণার চেয়েও শক্তিশালী। এটা অন্যান্য খেলোয়াড়দের জন্য সতর্ক বার্তা।’
গতবছর বিপিএলে সিলেট থান্ডার্সের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারেননি আফগানিস্তানের হয়ে ২৪ ওয়ানডে ৪৬ টি-টোয়েন্টি খেলা ৩০ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।