বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
advertisement
দেশে একদিনে সর্বোচ্চ পরীক্ষা, শনাক্ত রোগীও হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২০ ১৪:২৯ | আপডেট: ১১ মে ২০২০ ১৫:১১
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। পুরোনো ছবি
দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা আগের চেয়ে বেড়েছে, সেইসঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও বেড়ে এক হাজার ছাড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪ জন এবং মারা গেছে ১১ জন। সুস্থ হয়েছে ২৫২ জন।
আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।