বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সংবাদ সংগ্রহে লাহারহাট যাবার পথে মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক প্রথম সকালের বিভাগীয় বার্তা সম্পাদক শাকিব বিপ্লব। তাকে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে সাকিব বিপ্লব সংবাদ সংগ্রহের জন্য মটরসাইকেল যোগে লাহারহাট রওনা দেন। বরিশাল-ভোলা মাহসড়কের তালুকদার মার্কেট এলাকায় এক পথচারীকে বাচাতে গিয়ে মটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হন সাকিব বিপ্লব। তাঁকে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার দুর্ঘটনার সংবাদ পেয়ে সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান।