বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শাকিল মাহমুদ বাচ্চু উজিরপুর: বরিশাল জেলার উজিরপুরে জয়শ্রী বাজারের অদুরে ভরসাকাঠী গ্রামে জমির মধ্যে পরিচয়হীন এক বৃদ্ধা মহিলার লাশ উদ্বার করেছে পুলিশ। ১১ মে সোমবার দুপুর ১টার দিকে উজিরপুর থানার পুলিশ লাশটি উদ্বার করে শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো: হেলাল উদ্দিন জানিয়েছেন, জয়শ্রী বাজারের পূর্ব দিকে নুরু হাওলাদারের জমির সিমানা আইলের উপরে কালো রঙ্গের বোরকা পরা আজ্ঞত (৬০) নামক বৃদ্বার মরাদেহ উদ্বার করেন লাশটির গায়ে কোন আঘাতের দাগ না থাকায় তাদের ধারনা ওই মহিলা করোনা অথবা অন্য কোন রোগে আক্রন্ত হয়ে মারা গেছেন লাশটি কুছুটা পছন ধরায় ধারনা করা হচ্ছে ২/১ দিন ধরে ওই জমিতেই লাশটি পরেছিল।
স্থানীয়রা জানিয়েছেন ঘটনা স্থলটি বাজারের দোকানের পিছনে পরিতক্ত জমির মধ্যে হওয়ার কারনে ওই মহিলার লাশটি মানুষের নজরে আসেনি। উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্বার করে মর্গে প্রেরন করা হয়েছে পরিচয় পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদঘটন করা সহয হবে।