বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে “করোনা ভাইরাস কোভিড – ১৯ বিস্তার রোধে প্রধানমন্ত্রীর ৩১ টি নির্দেশনা মেনে চলুন, নিজেকে জীবানুমুক্ত রাখতে জীবানুনাশক টানেল ব্যাবহার করুন” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন মিয়া পটুয়াখালী জেলা শহরের জনসমাগম নিউমার্কেট, বড় চৌরাস্তা, ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতাল, সরকারী কলেজ রোড ও পুরানবাজারে পাঁচটি জীবানুনাশক টানেল স্থাপন করেছেন।
গতকাল ১১ মে সোমবার সকাল ১০টায় শহরের নিউমার্কেটে প্রবেশের প্রধান গেটের সামনে স্থাপিত জীবানুনাশক টানেল উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিযা। উপস্থিত ছিলেন নিউমার্কেট ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন তালুকদার, যুবলীগ নেতা আবুল বশার সোহাগ মাঝি প্রমুখ।