বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরশিাল) প্রতনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নে
প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের দরিদ্র পরিবারের পাশে শুরু থেকে রয়েছেন বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কে এম জিয়াউদ্দিন ফারুক। গত ১৭ দিন ধরে উপজেলার বাইশারী ইউনিয়নের হতদরিদ্র অসহায় পরিবারের পাশে থেকে তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছেন মুজিব অন্তঃপ্রাণ সাবেক মেধাবী এ ছাত্র নেতা। রাতের আঁধারে বাইশারী ইউনিয়নের দরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়ে কে এম জিয়াউদ্দিন ফারুক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু ত্রাণ সামগ্রী দিয়ে নয় বিপদসংকুল মুর্হূতে ঢাকা থতেে স্ব-পরিবারে এসে তিনি এলাকাবাসীর পাশে থকেে তাদের মনে সাহস যুগিয়ে প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবলোয় প্ররেণা দিয়ে যাচ্ছেন। প্রসঙ্গে বানারীপাড়ার কৃতি সন্তান বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী ‘মানবতার ফেরিওয়ালা’ কে এম জিয়াউদ্দিন ফারুক বলেন, ‘মানুষ মানুষের জন্য’ মানবতার এ মহান ব্রত নিয়ে মাদার অব হিউম্যানিটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় নিজ জন্মভূমির অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঢাকা থেকে ছুঁটে এসেছি। আমৃত্যু এলাকাবাসীর পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।