বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে লকডাউনে কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে যমুনা ব্যাংক পটুয়াখালী শাখার উদ্যোগে রিক্সা চালক শ্রমিকসহ বিভিন্ন পেশার ৭৫০ জন দরিদ্র দের মাঝে মানবিক সহায়তা চাল, ডাল, তেল, আলু, পেয়াজসহ বিভিন্ন ত্রান সামগ্রী বিতরন করেছে।
গতকাল ১২ মে মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্র বিতরন করেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ত্রান পুর্নবাসন কর্মকর্তা মাহবুবুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ, যমুনা ব্যাংক পটুয়াখালী শাখার ব্যাবস্থাপক মনোজ কুমার সেন, সহকারী ব্যাবস্থাপক মোস্তফা জামান, ফাস্ট অফিসার আবদল্লাহ আল আমিন, ফাস্ট এক্সিকিউটিভ অফিসার আবু সালেহ মুসা, সহকারী অফিসার রাসেল হাওলাদার, জেলা রিক্সা চালক ইউনিয়নের সাধারন সম্পাদক জামাল সরদার, প্রচার সম্পাদক আলী হাওলাদার প্রমুখ।