বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড -১৯ বিস্তার প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৩১ টি নির্দেশনা মেনে চলুন, নিজেকে জীবানুমুক্ত রাখতে জীবানুনাশক টানেল ব্যাবহার করুন
প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন মিয়া পটুয়াখালী জেলা শহরের জনসমাগম নিউমার্কেট, বড় চৌরাস্তা, ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতাল, সরকারী কলেজ রোড ও পুরানবাজারে পাঁচটি জীবানুনাশক টানেল স্থাপন করেছেন।
১২ মে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের বড় চৌরাস্তার মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের দক্ষিন পাশে পুলিশ বক্সের সামনে স্থাপিত জীবানুনাশক টানেল
উদ্বোধন করেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম ও জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া। উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র মোঃ সাদিক আহমেদ, যুবলীগ নেতা আবুল বশার সোহাগ সহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বলেন, জীবানুনাশক টানেল স্থাপনে করোনা ভাইরাস প্রতিরোধে অনেক সহায়ক হিসাবে কাজ করবে। তিনি সবাইকে জীবানুনাশক টানেল
ব্যবহার করার জন্য আহবান জানান।