বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আজ দুপুরে ভাতিজা খোকন সর্দারের উপর্যুপরি আঘাতে চাচা মজিবর সর্দার (৪৫) নিহত হয়েছে। আজ বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
গ্রামবাসী জানায়, ২ মাস পূর্বে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মজিবর ও খোকনের মধ্য বিরোধ সৃষ্টি হয়। আজ দুপুরে মজিবর বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে মোবাইল চুরির জের ধরে চাচা ভাতিজার মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন উপর্যুপরি মজিবরের মাথায় আদুড় দিয়ে আঘাত করলে মজিবর জ্ঞান হারায়। বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বরগুনা সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান জানান, থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।