বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখঅলীতে কর্মহীন অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অব্যাহত। উপকূলীয় এলাকায় করোনা ভাইরাসের প্রভাবে ৩৪৭ জন কর্মহীন এবং দুঃস্থ পরিবারের মাঝে ঘুরে ঘুরে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা, পটুয়াখালীর সদস্যরা।
গত তিনদিন ধরে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার আওতাধীন বিভিন্ন জায়গায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক বিনামূল্যে ৩৪৭ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে চাল-০৫ কেজি, ডাল-০২ কেজি, আলু-০৪ কেজি, তৈল-০.৫ কেজি, লবণ-০.৫ কেজি ও পিয়াজ-০১ কেজি করে মোট ১৩ কেজি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার তত্ত্বাবধানে একটি টিম পটুয়াখালী সদর উপজেলার গরীব, দুঃস্থ এবং কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। উক্ত খাদ্যসামগ্রী বিতরণী কার্যক্রম কমডোর এম মামুনুর রশীদ, কমান্ড্যান্ট অগ্রযাত্রার উদ্দোগে, কমান্ডার এম আবু সাঈদ, নির্বাহী কর্মকর্তা অগ্রযাত্রার ব্যবস্থাপনায় সার্জন লেঃ এম ফাইজুর রহমান মিরাজ, গোয়েন্দা কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত হয়। খাদ্যসামগ্রী বিতরণী কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিবিৃন্দ।
কোস্ট গার্ড কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণী কার্যক্রম বিতরণের ফলে সদর উপজেলায় মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। সদর উপজেলার স্থানীয় সাধারণ মানুষ উক্ত সেবার জন্য বাংলাদেশ কোস্ট গার্ডকে ধন্যবাদ জানায় এবং প্রশংসা করেন। ##