বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীতে চার দোকানীকে ১৮ হাজার টাকা দন্ড
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে ১৪ মে বৃহষ্পতিবার পটুয়াখালী সদরে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী এবং খাদ্য দ্রব্য তৈরীর উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীণ হওয়ার
তারিখ না থাকার অভিযোগে বেকারী মালিক মোঃ ইব্রাহিম সিকদার (৪৫)কে ৫,০০০ টাকা, বেকারী মালিক মোঃ সামসু সিকদার (৪০)কে ৫,০০০ টাকা এবং ধার্য্য মূল্য থেকে অধিক মূল্যে পন্য দ্রব্য বিক্রয় এবং দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না রাখায় মায়ের দোয়া মুদির দোকানদার মোঃ আমিরুল ইসলাম (৩৫) কে ৭,০০০ টাকা, মোঃ শাহ আলম ষ্টোর মুদির
দোকানদার মোঃ শাহ আলম প্যাদা (২৮) কে ১,০০০ টাকা সহ সর্বমোট ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা
পটুয়াখালী এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮, ৪০, ৪২ ও ৫২ ধারা মোতাবেক অর্থদন্ড করা হয়েছে বলে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান।