বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় একটি তক্ষকসহ কলাপাড়ায় তক্ষকসহ আটক ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার সবুজবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো জাকারিয়া আকন, রিয়াজ উদ্দিন আকন, জলিল মৃধা ও সুজা। উদ্ধারকৃত তক্ষকটির ওজন অনুমান ১৩০ গ্রাম এবং লম্বা অনুমান ১২.৫ ইঞ্চি। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
পুশিল সূত্রে জানা গেছে, তারা তক্ষকটি অন্যান্য সহযোগীদের সহায়তায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে কলাপাড়ায় এনেছে এবং এটি পাচার করার জন্য ক্রেতাদের সাথে যোগাযোগ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে তক্ষকসহ হাতেনাতে গ্রেফতার করে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো.আশাদুজ্জামান বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় বন্যপ্রানী সংরক্ষন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।