বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে গত ২৪ ঘন্টায় একসাথে ১০ পুলিশ সদস্যে দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়া আরও ২ ব্যক্তি নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ২৪ ঘন্টায় রেকর্ড ১২জন করোনায় আক্রান্ত হল। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭১ জনে।
আক্রান্ত ১০ জন পুলিশ সদস্য সবাই কনস্টেবল পদে বরিশাল পুলিশ লাইনে কর্মরত আছেন। এদের মধ্যে একজন নারী সৈনিক বয়স (২২) বাকি নয়জন পুরুষ বয়স (৫৫, ৪৩, ৪০, ৩৪, ২৮, ২৮, ২৩, ২১, ১৯)। অন্য একজন আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৩৫), অপরজন বরিশাল নগরীর বাসিন্দা পুরুষ বয়স (৪২) করোনা পজিটিভ পাওয়া গেছে
আজ বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ ১২ জনের রিপোর্ট পেজেটিভ আসে।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই বারোজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে, তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।