বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন চন্দ্রমোহন ইউনিয়নে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।
বৃহষ্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত তপু (২১)চন্দ্রমোহন ইউনিয়নের মক্রম প্রতাাপ এলাকায় মোঃ আলাউদ্দিন এর ছেলে।
নিহতের চাচা মোঃ শাহ আলম জানান, মুরগির খামারে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়।
শেবাচিম হাসপাতালের দায়িত্বরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই নাজমুল জানান, সুরতহাল ও ময়নাতদন্ত করার জন্য নিহতের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরন করা হয়েছে।