বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীতে প্রতিবন্ধী ছোট ভাইকে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ করায় বড় ভাই রুবেল চৌকিদার (৩০) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে কালিকাপুর ইউনিয়নের মুচিরপোল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত রুবেল চৌকিদার কালিকাপুর ইউনিয়নের পূর্ব শারিকখালী এলাকার ফারুক চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, রুবেলের প্রতিবন্ধী ভাইকে জুয়েল চৌকিদারকে মারধর করা হলে প্রতিবন্ধীর বড় ভাই রুবেল জিজ্ঞাসা করতে যান। এতে প্রতিপক্ষ ফিরোজ ও তার দলবল ক্ষিপ্ত হয়ে রুবেলকে মারধর করে। তখন রুবেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ফিরোজও পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকেও পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।’