বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগীতে বিষখালী নদীতে জেলের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের এক বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিষখালী নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়ে এ বিরল প্রজাতির মাছ। মাছটির ওজন এক কেজির মত।
জেলেরা এটিকে ‘টাইগার মাছ’ বললেও মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এর শরীরে বাদামি ও কাল রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে।
গুগলের তথ্য অনুসন্ধান করে জানা যায়, সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। মাছটি সাধারণত অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়।
বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব জানিয়েছেন, বিরল প্রজাতির এই মাছটি বিদেশি। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে। শেওলা জাতীয় উদ্ভিদ খায়। এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয়।