বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রার্দুভাবের কারনে লকডাউনে কর্মহীন বিভিন্ন শ্রেনী পেশার অসহায় মানুষের মাঝে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ ও রক্তদাতা সংগঠন ‘সেভ’ পটুয়াখালীর অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠিত।
গতকাল ১৬ মে শনিবার বেলা ১১টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্বে প্রধান অতিথি হিসাবে অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের এমপি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
সেভ পটুয়াখালীর প্রতিষ্ঠাতা সদস্য কালিকাপুর
ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ এর উপস্থাপনায় ও পরিচালনায় খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী অঅলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আঃ মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম
সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিনসহ সেভ পটুয়াখালীর সদস্যবৃন্দ। এ সময় বিভিন্ন এলাকার ৩৫০ জন কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা চাল, ডাল, তেল, আলুসহ ইফতার সামগ্রী বিতরন করা হয় বলে সেভ এর অন্যতম সদস্য মোঃ শামীম জানান।