বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন বিস্তার প্রতিরোধ, লকডাউন এবং সামাজিক দুরত্ব কার্যক্রম
পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম।
গতকাল ১৬ মে শনিবার দুপুর ১২টায় জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স কক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিকসহ স্থানীয়
সাংবাদিকদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। এ
সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বিল্লাল হোসেন সহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এ দুর্যোগকালিন সময় স্বাস্থ্য’ সুরক্ষা সামগ্রী পেয়ে সাংবাদিকরা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে শুভেচ্ছা জানান।