বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শাকিল মাহমুদ বাচ্চু উজিরপুর: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে ট্রাক-
মটোরসাইকেল মুখোমূখী সংঘর্ষে নাসির সরদার (৩০) নামক এক মটর সাইকেল চালক নিহত
হয়েছে এ সময় তার মটর সাইকেলে বহনকারী ২ মহিলা গুরুত্বর আহত হয়েছে। নিহত নাসির সরদার
একজন পেশাদার ভাড়ায় মটর সাইকেল চালক তার বাড়ি মাদারীপুর জেলার দাসার থানার বনগাও
গ্রামে সে ওই গ্রামের রব সরদারের পুত্র ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন মটরসাইকেল চালক নাসির সরদার তার মটর বাইকে ২জন মহিলা যাত্রী নিয়ে ভুরঘাটা থেকে বরিশাল যাওয়ার পথে ১৬ মে শনিবার দুপুর ২টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উজিরপুরের বামরাইল বাজার অতিক্রম কালে বরিশাল থেকে আসা একটি ট্রাকের মুখোমূখী সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে
ঘটনাস্থলেই বাইক চালক নাসির মারা যায়।
তার বাইকে থাকা ২ মহিলা যাত্রী আহত হলে স্থানীয়রা আহতদের উদ্বার করে হাসপাতালে প্রেরন করেন ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। উজিরপুর থানার উপ-পরিদর্শক হারুন আর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।