বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেল চালক ও আরহী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসাইন জানান সকাল সাড়ে নয়টার দিকে হাড়িটানা পদ্মা সড়কে মোটরসাইকেল ধাক্কায় খলিলুর রহমান (৫০) নামে এক পথচারীর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। বরিশাল নেয়ার পথে ভান্ডারিয়া এলাকায় বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। নিহত খলিলুর রহমান পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের বাসিন্দা।
আহত মোটরসাইকেল ড্রাইভারের নাম হিরু জোমাদ্দার। তবে অপর আহত আরোহীর নাম এখনো জানা যায়নি।