বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের সোনালী পাড়া এলাকা থেকে লিমন নামের একজনকে আজ শনিবার সকাল দশটার দিকে ২০টি গাঁজার গাছসহ আটক করেছে বরগুনা থানা পুলিশ। লিমন ২নং গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে।
জানা যায়, নাসির নিজের বাড়ির সামনে একটি ফুলের টপের উপরে গাঁজার গাছ রোপন করেছে। সেই অপরাধে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। লিমন বিগত কয়েক বছর ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত। সে ২০১৩ সালেও বরগুনা সদর থানায় গাঁজাসহ আটক হয়েছিল এবং তার নামে একটি মাদক মামলাও রয়েছে।
বরগুনা থানা সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার উপ পুলিশ পরিদর্শক কাজী ওবায়দুল কবিরসহ একটি পুলিশি টিম তাকে আটক করতে সক্ষম হয় এবং তার বিরুদ্ধে গাঁজা চাষ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।