বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটার গোড়াআমখোলা পাড়ায় অমল চন্দ্র বায় (৬০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে হোম কোয়েরেইন্টাইনে থাকা অবস্থায় ১০ম দিনে ১৬ মে ( শনিবার) সন্ধায় মৃত্য বরন করেন। অমল চন্দ্র রায় দশদিন আগে পিরোজপুরের মটবাড়িয়া থেকে বাড়িতে আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার তত্ববাদয়নে হোম করেইন্টাইনে ছিলেন তিনি। কলাপাড়া উপজেলা প্রমাসনের পক্ষ্য থেকে নমুনা সংগ্রহের জন্য ডাক্তার পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।