বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ “শেখ হাসিনার বাংলাদেশ -ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে খাদ্য বান্ধব
কর্মসূচীর আওতায় ১০টাকা হারে ৩০ কেজি করে চাল বিতরনের কার্যক্রম উদ্বোধন।
গতকাল ১৭ মে রবিবার সকাল ৯.৩০ মিনিট সময় সদর উপজেলার পটুয়াখালী- মির্জাগঞ্জ সড়কের দুর্গাপুর কোস্টগার্ড সংলগ্ন নুর বালিকা হাফিজিয়া নুরানী মাদ্রাসা সড়ক পাশে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সরদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, ওএমএস’র ডিলার মোঃ ইসাহাক হাওলাদার, সহকারী শিক্ষিকা মাজেদা বেগম প্রমুখ। খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় প্রতি কেজি ১০ টাকা হারে ৩০ কেজি করে জেলায় ১৮হাজার ৫০০ জনকে চাল বিতরন করা হবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা জানান।