বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগী পালিয়ে বরগুনার পাথরঘাটায় এসেছে। বর্তমানে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রাখা হয়েছে। তার সাথে আরো তিন স্বজন রয়েছেন বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল ফাত্তাহ।
জানা যায়, পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওই করোনা রোগী দীর্ঘ দিন ধরে ঢাকায় থাকত। কিছু দিন আগে তার শরীরে করোনা পজেটিভ হওয়ায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শরীরের নমুনা টেস্টে পজেটিভ আসলে সেখান থেকে পালিয়ে ওই রোগীসহ তিনজন তাদের গ্রামের বাগি পাথরঘাটায় আসেন। পরে আজ সোমবার (১৮ মে) সকালে পাথরঘাটা উপজেলা প্রশাসন তাদেরকে আইসোলেসনে পাঠান।