বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ১৮ মে সোমবার আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন পাতাবুনিয়া বাজার এলাকায় অবস্থিত ‘‘মেসার্স তালুকদার ম্যাডিসিন হাউস’’ এ অভিযান পরিচালনা করে একজন ভুয়া ডাক্তার মোঃ নুরুজ্জামান তালুকদার (৩৬)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার পেশাদারী ডিগ্রী অর্জন না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন।
আটককৃত মোঃ নুরুজ্জামান তালুকদার মানবিক বিভাগ থেকে এইচ এস সি পাস করে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘ দিন যাবত সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। এসময় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন আটককৃত মোঃ নুরুজ্জামান তালুকদারকে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ভুয়া ডাক্তারকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে ধৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব এর কোম্পানী কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান।
এছাড়াও একই দিন দুপুর ১টার সময় সময় গলাচিপা থানাধীন গলাচিপা উপজেলা পরিষদের সামনে হতে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ হাসান রেজা চৌধুরী (৪৫) ওরূপে রাসেল চৌধুরীকে আটক করে। উল্লেখ্য আটককৃত মোঃ হাসান রেজা চৌধুরী (৪৫) গলাচিপার কলা গাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল চৌধুরীর বড় ছেলে। স্থানীয় লোক জনের নিকট হতে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটককৃত আসামী একজন পেশাদার মাদক সেবী ও মাদক বিক্রেতা। তিনি এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত আসামীকে পটুয়াখালীর গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। #