বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জালাল আহমেদ, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রায় চার মাস আগে নির্মাণ করা নতুন আয়রন ব্রীজে পুনরায় মেরামতের জন্য দরপত্র (টেন্ডার) আহবান করেন উপজেলা এলজিইডি অধিদপ্তর। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) প্রকল্পের আওতায় চলতি মাসের ৭ মে তারিখে প্রকাশিত ওই দরপত্রে এডিপি-৪এ কালিশুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রহমালীর বাড়ির সামনে আয়রন ব্রীজ মেরামত বাবদ প্রকল্পিত মূল্য ধরা হয় ৩ লাখ ৯৫ হাজার টাকা। সরেজমিনে দেখা যায়, কালিশুরী ইউপি সাবেক চেয়ারম্যান মরহুম রহমালি (আবদুর রহমান সরদার) ও রনভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়
সংলগ্ন খালের উপর সদ্য নির্মাণ করা আয়রন ব্রীজ। ব্রীজের লোহার এঙ্গেলগুলোতে চকচকে রং আর নতুন পাকা স্লাব দৃশ্যমান। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন ও নাসির উদ্দিন সরদার নামের দুই ব্যক্তি জানায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্রীজটি নির্মাণ করা হয়।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সুলতান আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন,‘ এডিপির
অর্থায়নে নতুন নির্মাণ করা ব্রীজ পুনরায় সংস্কার/ মেরামত করার কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।