বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধে লকডাউন ও সামাজিক সুরক্ষা চলমান
পরিস্থিতিতে মাঠে দায়িত্ব পালনরত পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ( পিপিই) উপহার দিয়েছেন সরকারের সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যান
পটুয়াখালী জেলার সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত পটুয়াখালীর কৃতি সন্তান মোঃ সামসুর রহমান।
গতকাল ১৭ মে রবিবার রাত ৮টায় প্রেসক্লাবে সরকারের সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যান করোনা পরিস্থিতি মোকাবেলায় পটুয়াখালী জেলার সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত পটুয়াখালীর কৃতি সন্তান মোঃ সামসুর রহমান এর পক্ষে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা কিটস
প্রদান করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন। এ সময় তার সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ, প্রেসক্লাবের সভাপতি সামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, ট্রেজারার আবদুস সালাম আরিফ, সঞ্জয় কুমার দাস লিটু, জাকির মাহমুদ সেলিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।