বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে করোনা ভাইরাস কোভিড -১৯ সংক্রমন প্রতিরোধে লকডাউনে কর্মহীন অসহায় যৌন কর্মীদের মাঝে মানবিক সহায়তা দিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
১৮ মে সোমবার সকাল ১০ টায় নিষিদ্ধ পল্লীতে যৌন কর্মী ও পল্লীর দুঃস্থ ২০০ জনকে মানবিক সহায়তা হিসাবে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য দ্রব্য বিতরন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন।
এ মানবিক সহায়তা ত্রান বিতরন সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌরসভার মেয়র মহিউদ্দিন, এনডিসি ইবনে আল জায়েদ, পিআইও মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দোলন বারিকদার, যৌন কর্মীদের সংগঠন শক্তি নারী সংঘের সভাপতি ঝুমুর বেগম, সহ-সভাপতি মঞ্জু রানী, সাধারন সম্পাদক তানিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক আলেয়া বেগম প্রমুখ।