বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদসহ ৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এস তথ্য নিশ্চিত করেন।জামিন পাওয়া অন্য আসামিরা হলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও জাতীয়তাবাদী হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন। এদিন, মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এই তিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান, নজরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জামিনের এ আদেশ দেন আদালত। উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জসহ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করেছেন, এমন অভিযোগ এনে শাহবাগ থানার উপ-পরিদর্শক মতিউর রহমান মামলা দায়ের করেন।