বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনা নদর উপজেলার পরীরখাল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে আসার পথে মো. শহীদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ শহীদের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিম নিশ্চিত করেছেন।
এ বিষয় স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম বুধবার সকালে জানান, ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন। তিনি আম্ফানের কারণে নিরাপদ আশ্রয় নিতে পরীরখাল আশ্রয়কেন্দ্রে আসছিলেন। পথিমধ্যে অসুস্থতা বেড়ে গেলে রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। আমরা তার পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করব।