বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঘুর্নিঝড় আম্ফালার করেণে ফুসে উঠেছে কীর্তণ খোলা। এরই মধ্যে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় নগরীতে পানি ঢুকে পড়েছে। ৪, ৫ ও ২৪নম্বর ওয়ার্ড, পলাশপুর, রসুলপুরের অধিকাংশ সড়ক পানির নীচে, নদী তীরবতী বাড়িঘরে ঢুকতে শুরু করেছে নদীর পানি। বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে দুপুরের দিকে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ১সেঃমিঃ উপর দিয়ে বইছে। অপরদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সুপার ঘুর্নিঝড় আম্ফালার কারণে নদীতে ৮/১০ ফুট জলোচ্ছাস হতে পারে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি। এরই মধ্যে কয়েকলাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বরিশালে এরই মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়ে গেছে।