বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দখিনে তান্ডব চালাচ্ছে সুপার সাইক্লোন ‘আম্ফান’। কয়েক হাজার হেক্টর জমি এরই মধ্যে তলিয়ে গেছে। গাছ চাপা ও নৌকা ডুবিতে এখন পর্যন্ত তিনজনের প্রানহানীর সংবাদ মিলেছে। গাছপালা, কাচা ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে বিভিন্ন স্থানে। তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির আভাস মিলেছেভ
ঘুর্নিঝড় আম্ফানের প্রভাবে দক্ষিণ উপকূল সংলগ্ন সাগরে উচ্চ ঢেউ আছড়ে পরছে। সন্ধ্যায় গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পরে ৬ বছরের শিশু রাসেদ মারা গেছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. মনিরুল ইসলাম।
এদিকে কলাপাড়ায় জনসচেতনে প্রচার কাজ চালাতে গিয়ে ধানখালীর ছৈলাবুনিয়া এলাকায় খালে নৌকা ডুবে নিখোঁজ সিপিপি’র দলনেতা শাহআলম এর লাশ ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে চরফ্যাশন উপজেলায় সিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া এক নারী গুরুতর জখম হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছুপিয়া এলাকার রেইনট্রি গাছ ভেঙ্গে মাথায় পড়ে সিদ্দিক ফকির জখম হয়। তাকে তাৎক্ষণিক চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পথের মধ্যে তার মৃত্যু হয়।
এদিকে ঘুর্নিঝড়ের তান্ডবে বিদু্যৎহীন এখন পুরো দক্ষিনাঞ্চল। বরিশালের নদী তীরবর্তি এলাকা পানিতে তলিয়ে গেছে। ২৯ নং ওয়ার্ডে বাঘিয়ার দিনমজুর নয়নের ঘড় দুমড়ে মুচরে গেছে।