কলাপাড়ায় শিশু পাচার ও শিশুর প্রতি সহিংসতা রোধে সিপিডি’র সংবাদ সম্মেলন - The Barisal

কলাপাড়ায় শিশু পাচার ও শিশুর প্রতি সহিংসতা রোধে সিপিডি’র সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০১৯, ০৪:২৬
  • 1008 বার পঠিত
কলাপাড়ায় শিশু পাচার ও শিশুর প্রতি সহিংসতা রোধে সিপিডি’র সংবাদ সম্মেলন
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া সহ উপকূলীয় এলাকার শিশু পাচার ও শিশুরপ্রতি সহিংসতা রোধে কার্যকর ভূমিকা এবং জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ এর যথাযথ বাস্তবায়নে লক্ষ্যে সিপিডি সংবাদ সম্মেলন করেছে। শিশুকে মানব সম্পদ হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে সংবাদ সম্মেলনে ১১ দফা দাবী উত্থাপন করে সিপিডি। বৃহস্পতিবার বিকালে কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সিপিডি’র প্রকল্প সমন্বয়কারি মো. শরীফুল্লাহ রিয়াজ বলেন, কর্মসংস্থানের জন্য মানুষ ক্রমাগত ভাবে বড় শহর গুলোতে ধাবিত হচ্ছে। একই সঙ্গে দেশের সর্বত্রই শিশু পাচার রোধ এবং সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।’ সম্মেলনে তিনি আরও বলেন, ’বাংলাদেশ পুলিশের তথ্য মতে ২০০১ সালে সাত হাজার ৯০৪টি মানবপাচার সম্পর্কিত অপরাধ ঘটে। ২০১০ সালে সেটি গিয়ে দাড়িয়েছে ১১ হাজার ৮৭৬টিতে। আইআরআইএন নিউজ নামক একটি গবেষনামাধ্যম ২০১২ সালের সেপ্টেম্বর মাসে প্লান বাংলাদেশের একটি উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ২০০৩ সাল হতে ২০১২ সাল পর্যন্ত দুই লাখ মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দেশ গুলোতে পতিতাবৃত্তিতে নিয়োগ করেছে একটি চক্র। ২০১৬ সালে দুই হাজার ২০১ জন পাচারের শিকার হয়েছে। একই বছর মানব পাচার সংক্রান্ত মামলা হয়েছে ৬৭৭টি। বিচারাধীন মামলার সংখ্যা হচ্ছে দুই হাজার ৪৫১টি, তথ্য সূত্র বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।’ প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাংবাদিক এনামুল হক, মোহসীন পারভেজ, জীবন কুমার মন্ডল, গোফরান পলাশ প্রমূখ। এসময় স্থানীয় প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট