ঘু‌র্নিঝড় আম্ফান/ ব‌রিশা‌লে ৫ হাজার হেক্টর জ‌মির ফসল তছনচ, ২৪ হাজার ঘরবা‌ড়ি বিধ্বস্ত - The Barisal

ঘু‌র্নিঝড় আম্ফান/ ব‌রিশা‌লে ৫ হাজার হেক্টর জ‌মির ফসল তছনচ, ২৪ হাজার ঘরবা‌ড়ি বিধ্বস্ত

  • আপডেট টাইম : মে ২১ ২০২০, ১৯:৪৪
  • 786 বার পঠিত
ঘু‌র্নিঝড় আম্ফান/ ব‌রিশা‌লে ৫ হাজার হেক্টর জ‌মির ফসল তছনচ, ২৪ হাজার ঘরবা‌ড়ি বিধ্বস্ত
সংবাদটি শেয়ার করুন....

ঘু‌র্নিঝড় আম্ফান/ ব‌রিশা‌লে ৫ হাজার হেক্টর জ‌মির ফসল তছনচ, ২৪ হাজার ঘরবা‌ড়ি বিধ্বস্ত ক‌রে‌ছে

সুপার ঘু‌র্নিঝড় আম্ফ‌ন তছনছ ক‌রে‌ছে ব‌রিশ‌াল‌কে। ৫ হাজার জ‌মির ফসল নষ্ট, ২৪ হাজার ঘরবা‌ড়ি বিনস্ট, ৯৫টি শিক্ষা প্র‌তিষ্ঠান, ৯২টি ধমীয় প্র‌তিষ্ঠান এবং প্রায় তিন‌কো‌টি টাকার মৎস সম্প‌দের ক্ষ‌তি হ‌য়ে‌ছে। সম্পূর্ন আ‌র্থিক ক্ষ‌তি নির্ন‌য়ে আরও সময় লাগ‌বে ব‌লে জানা গে‌ছে। ২০ মে সন্ধ্যার পর থেকে রাতভর বরিশাল বিভাগ জুড়ে তান্ডব চালিয়েছে সুপার সাইক্লোন আম্পান। বিভাগের অন্যান্য জেলার ন্যায় বরিশাল জেলায় প্রচন্ড গতীতে বাতাসের কারণে গাছ-পালা ভেঙে বহু বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

এরই মধ্যে প্রাথমিকভাবে জেলায় ক্ষতিগ্রস্থ বাড়ি ঘরের তালিকা তৈরি করেছে বরিশাল জেলা এবং উপজেলা প্রশাসন। তাদের করা তালিকা অনুযায়ী বরিশাল জেলায় মোট ২৪ হাজার ৪৮০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মাছের ঘের বিনষ্ট হ‌য়ে ক্ষ‌তি হ‌য়ে‌ছে ২ কো‌টি ৩০ লাখ টাকার, চিং‌ড়ির ঘেরে ৫লাখ ২০ হাজার টাকা, ৪ হাজার ২শত ৯ হেক্টর জ‌মির ফসল নষ্ট, ১৮৮৪ হেক্টর জ‌মির সব‌জি নস্ট, ৫০ মিটার বাধ সম্পূর্ন ক্ষ‌তিগ্রস্ত, ১২৮০ মিঃ রাস্তা আং‌শিক ক্ষ‌তিগ্রস্ত,১৫‌টি স্কুল, ৪টি ক‌লেজ, ১ টি মাদ্রাসা এবং ৭৫টি প্রাইমারী স্কুল ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে।এছাড়া ৫৮টি মস‌জিদ ও ২৭টি ম‌ন্দির ঘু‌র্নিঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ হ‌য়েছে।বাড়ি-ঘরের মধ্যে ৮ হাজার ১৬০টি বাড়ি-ঘর পুরোপুরি বিধ্বস্থ হয়েছে। বাকি ১৬ হাজার ৩২০টি আং‌শিক ক্ষ‌তি হ‌য়েছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষ‌রিত এ তা‌লিকা প্রকাশ করা হ‌য়ে‌ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট