বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২১ মে বৃহষ্পতিবার বিকালে পটুয়াখালী সদর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে মোঃ ইব্রাহিম সিকদার (৩০)কে ১০,০০০ টাকা, হৃদয় দাস (২০)কে ৩,০০০ টাকা, মোঃ জসিম উদ্দিন (৪৩)কে , ২০,০০০ টাকা, আঃ মতিন হাওলাদার (২০)কে ২০০ টাকা সহ সর্বমোট ৩৩,২০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট
মানশ চন্দ্র দাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুনাল্ট চাকমা, এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড করা হয়েছে বলৈ
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান।