বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় ঘূর্নিঝড় আম্পানে শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ, রাস্তাঘাট,রবি শস্য ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গতকাল ২০
মে সারা দেশে বয়ে যাওয়া ঘূর্নিঝড় আম্পানে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে বশাকবাজার এলাকায় ২০০২ সালে প্রতিষ্ঠিত অধ্যক্ষ সাইয়েদ আহাম্মাদ কলেজটির ৩টি ভবন সম্পন্ন বিধ্বস্থ হয়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতষ্ঠাতা অধ্যক্ষ গাজী সাইয়েদ আহাম্মাদ।
তিনি জানান, কলেজটি ২০০২ প্রতিষ্ঠিত হওয়ার পর
থেকে সুনামের সাথে দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে। বিগত বছর গুলোতে ফলাফল খুবই সন্তোষ জনক। বর্তমানে কলেজটিতে মানবিক, বিজ্ঞান ও কমার্সে মোট ৩০ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এবং প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে। অধ্যক্ষ অত্যন্ত দুঃখ করে বলেন, কলেজটি অধ্যবদি এমপি ভূক্ত হয়নি
বিধায় শিক্ষক কর্মচারীগণ মানবতার জীবন যাপন করছেন। এ ব্যাপারে তিনি সরকারের দৃষ্টি কামনা করেছেন।