বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জালাল উদ্দিন আহমেদ,পটুয়াখালীঃ প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের জীবন জীবীকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের ঈদের উৎসব পালনের সাহায্যার্থে এগিয়ে এসেছে বিদ্যানন্দ প্রতিষ্ঠানের সহায়তায় তত্ত্বাবধানে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রার আওতাধীন বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক উপকূলীয় হরিনঘাটা, বাদুরতলা, পাঙ্গাচর, চরলাঠিমারা, বিসিজি স্টেশান নিজাপুর কর্তৃক নিজামপুর, পুরান মহিপুর, মনোয়ারপুর, বড়ইতলা, বিসিজি
আউটপোস্ট রাঙ্গাবালী কর্তৃক হালিমারচর, গঙ্গাচর, কুড়ালিয়া, বিসিজি স্টেশান নিদ্রাসখিনা কর্তৃক সোনাঘাটা, সখিনা, ইদুপাড়া, বড় আমখোলঅ, নিদ্রার চর এবং বিসিজি বেইস অগ্রযাত্রা কর্তৃক দুর্গাপুর, ইটবাড়িয়া, ০২ নং গেট ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের উপকূলীয় শত শত অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখিত বিসিজি’র ৩ টি স্টেশান, ০১ টি আউটপোস্ট এবং বিসিজি বেইস অগ্রযাত্রা কর্তৃক গত দুই দিনে সর্বমোট ২,০০০ অসহায় দুঃস্থদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে বিনা মূল্যে আটা, ডাল, সেমাই, দুধ, ড্রাই কেক,চিনি, লবন ও সুজি উপকরন বিতরন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা পটুয়াখালীর সদস্যরা। এ ত্রান বিতরনের কার্যক্রমের শেষ দিন ২২ মে শুক্রবার সকালে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার তত্ত্বাবধানে একটি টিম ইটবাড়ীয়া ইউনিয়নে গরীব, দুঃস্থ এবং কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা পটুয়াখালীর কমান্ড্যান্ট এম নাজমুল হাসান ও নির্বাহী কর্মকর্তা কমান্ডার এম আবু সাঈদ এর নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরন সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্জন লেঃ এম ফাইজুর রহমান মিরাজ। উপকূলীয় এলাকার অসহায় দরিদ্র মানুষের সাহায্যে কোস্ট গার্ডের ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে
বলে কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা পটুয়াখালীর কমান্ড্যান্ট এম নাজমুল হাসান জানান।