বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ বিকেল তিনটা ত্রিশ মিনিটে বরিশাল বি এম এ র উদ্দ্যোগে কনকারেন্ট সিচ্যুয়েশন অফ কোভিড ১৯ ও ডায়বেটিস এর উপর এক অন লাইন জুম সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করের বি এম এ বরিশাল এর সভাপতি ডাঃ মোহম্মদ ইসতিয়াক হোসেন
প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত ভূষণ দাস, মুল প্রবন্ধ পাঠ করেন সাবেক অধ্যক্ষ ও অধ্যাপক মেডিসিন ডাঃ ভাস্কর সাহা
হাসপাতালের পরিচাল ডাঃ বাকির হোসেন সহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকগন উক্ত সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন
বক্তব্য রাখেন স্বাচিপ সভাপতি বরিশাল ডাঃ কামরুল হাসান সেলিম, ডাঃ পিযুস কান্তি দাস, অধ্যাপক হরেন্দ্র নাথ সরকার, ডাঃ সিদ্দিকুর রহমান, ডাঃ এস এম সরোয়ার, ডাঃ মাকসুমুল হক ডাঃ রনজিত চন্দ্র খাঁ,ডাঃ শিখা সাহা, ডাঃজাকির হোসেন ও ডাঃ গোলাম মাসুদ ও ডাঃ পি সি বিশ্বাস